খোয়া উঠে যান চলাচলের অনুপযোগী সড়ক
মাহফুজ নান্টু, কুমিল্লা সড়কের ইট, বালি আর খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানি জমে সেই গর্তগুলো এখন ছোট ছোট জলাধারে পরিণত হয়েছে। পিচঢালা সড়ক নষ্ট হয়ে পানি ও কাদায় একাকার। এমন সড়ক দিয়ে দুরু দুরু বুকে অতি সাবধানে চালকরা গাড়ি চালান। যাতায়াতের সময় কখনো এসব গর্তে আটকে যায় বাহনের…